২৮ জুন, ২০১৭ ২১:৪০

চীনকে দমাতে আমেরিকার সাহায্য ভারতের জন্য অশনি সংকেত!

অনলাইন ডেস্ক

চীনকে দমাতে আমেরিকার সাহায্য ভারতের জন্য অশনি সংকেত!

ফাইল ছবি

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকায় পৌঁছতেই আধুনিক যুদ্ধাস্ত্রে ব্যবহৃত ড্রোন দিয়েছেন ট্রাম্প। এ ব্যাপারে মার্কিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূলত চীনকে দমিয়ে রাখতেই ভারতের কাছাকাছি আসার চেষ্টা করছে আমেরিকা। আর তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে চীনের কপালে। চীনা সংবাদমাধ্যমের হুঁশিয়ারি, আমেরিকার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ভারত যদি চীনকে মোকাবিলা করার চেষ্টা করে, তাহলে তার ফল ভয়াবহ হবে। খবর কলকাতা টুয়েন্টিফোর।

এদিকে গত সোমবার রাতে বৈঠকে বসেন মোদি-ট্রাম্প। এরপরের চীনা সংবাদমাধ্যমের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় ভারতকে। গ্লোবাল টাইমস লিখেছে মোদি-ট্রাম্পের বৈঠক নিয়ে পরোক্ষভাবে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে। চীনা সংবাদমাধ্যমের দাবি, জাপান বা অস্ট্রেলিয়ার মতো আমেরিকার শরিক নয় ভারত। একই সঙ্গে আরও বলা হয়েছে, ভারত যদি মনে করে থাকে চীনের মোকাবিলা করতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের আউটপোস্ট (দেশের বাইরে ঘাঁটি) হিসেবে কাজ করবে, তাহলে তারা ভুল করবে। এই সিদ্ধান্ত ভয়াবহ বিপর্যয়ের সামিল হবে। এখানেই শেষ নয়, পত্রিকায় আরও লেখা হয়েছে, ভারত যদি নিজেদের অবস্থান থেকে সরে এসে চীনকে প্রতিহত করতে আমেরিকার সাহায্য নেয়, তাহলে তারা কূটনৈকতিক কৌশলগত সমস্যায় পড়বে এবং দক্ষিণ এশিয়ায় নতুন ভূ-রাজনৈতিক সংঘাতের সৃষ্টি হবে। এক্ষেত্রে ইতিহাসের কথা স্মরণ করিয়ে বেইজিং জানিয়েছে, পাঁচের দশকের শেষে ও ছয়ের দশকের গোড়ার দিকে চীনের মোকাবিলা করতে ভারতকে ব্যবহার করেছিল রাশিয়া ও আমেরিকা। সবাই জানে তারপর কী ঘটেছিল। এতে করে বুঝা যাচ্ছে যে, চীনকে দমাতে আমেরিকার সাহায্য ভারতের জন্য অশনি সংকেত ছাড়া কিছু নয়।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর