২৯ জুন, ২০১৭ ০৮:১৩

মুম্বাই হামলার অন্যতম আসামি মুস্তফা দোসার মৃত্যু

অনলাইন ডেস্ক

মুম্বাই হামলার অন্যতম আসামি মুস্তফা দোসার মৃত্যু

ফাইল ছবি

১৯৯৩ সালের মুম্বাই হামলার ঘটনায় দোষী সাব্যস্ত মুস্তফা দোসার মৃত্যু হয়েছে। বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুম্বাই জে জে হাসপাতালে তার মৃত্যু হয়। 

মুস্তফা দোসা এমন সময় মারা গেলেন, যখন তার মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) মাত্র একদিন আগে আদালতের কাছে আবেদন করেছিল।

মুস্তফা দোসার বিরুদ্ধে ১৯৯৩ সালের ১২ মার্চ সংঘটিত বোমা হামলায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গিয়েছিল। ওই দিন বম্বে স্টক এক্সচেঞ্জ, এয়ার ইন্ডিয়ার কার্যালয় ও বিলাসবহুল হোটেলসহ বিভিন্ন স্থান লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়। এতে ২৫৭ জনের প্রাণহানি ঘটে। 

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালের দিকে দোসা বুকে ব্যথার কথা জানায়। তখনই তাকে তখনই কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পরই দোসার মৃত্যু হয়।

অন্যদিকে ভারতীয় কৌঁসুলিদের মতে, হামলায় জড়িতদের মধ্যে মুস্তফা দোসা ছিলেন অন্যতম। এমনকি ইয়াকুব মেমনের তুলনায় তিনি ওই হামলায় বেশি সক্রিয় ছিলেন। যেখানে হামলায় ভূমিকা থাকার অপরাধে ২০১৫ সালে ইয়াকুব মেমনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। তবে চলতি মাসের শুরুতে দোসার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলেও তাকে কোনো শাস্তি দেয়নি আদালত।

বিডি প্রতিদিন/ ২৯ জুন, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর