২৯ জুন, ২০১৭ ১২:২২

ভারত-চীন উত্তেজনায় সীমান্তে ভারতের সেনাপ্রধান!

অনলাইন ডেস্ক

ভারত-চীন উত্তেজনায় সীমান্তে ভারতের সেনাপ্রধান!

ফাইল ছবি

ভারত-চীন সীমান্তের উত্তেজনায় দুই দেশের সেনাদের মধ্যে কার্যত লড়াই চলছে। ভারতের দুটি সেনা বাঙ্কার ধ্বংস করে দিয়েছে চীন সেনারা। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার অজুহাত দিয়ে কৈলাস মানস সরোবরে ৫০জন তীর্থযাত্রীকে আটকে দেয় চীন সেনারা। এই সমস্ত খবর প্রকাশ্যে আসতেই চীন দাবি করেছে সিকিমে অশান্তির বাতাবরণ সৃষ্টির জন্য দায়ী ভারতই। তাই এবার সিকিমের পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাচ্ছেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত।

কলকাতা টুয়েন্টিফোর'র খবরে বলা হয়, রাওয়াত সিকিমের সেনাদের সঙ্গে কথা বলবেন এবং পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি পরিস্থিতির মোকাবিলা করার জন্যও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পিপলস লিবারেশন আর্মি বা চীনা সেনারা জানায়, ‘সম্প্রতি চীনের দিকে ডংলাং এলাকায় রাস্তা তৈরির কাজে বাধা দেয় ভারতীয় সেনারা।’ আরো দাবি করা হয় যে, ‘দেশের ভিতরে শান্তিপূর্ণভাবে কাজ করছিল চীন। ভারতের কোন অধিকার নেই সেখানে নাক গলানোর।’ আরও বলা হয়েছে যে, দুই দেশের সেনার মধ্যে একটি বৈঠক হওয়া সত্ত্বেও কোন সমাধান হয়নি।’

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর