২৯ জুন, ২০১৭ ১৩:২৫

পাক কুন হে'র মৃত্যুদণ্ডাদেশ দিল উ.কোরিয়া

অনলাইন ডেস্ক

পাক কুন হে'র মৃত্যুদণ্ডাদেশ দিল উ.কোরিয়া

ফাইল ছবি

প্রেসিডেন্ট কিম জং উনকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পাক কুন হে'কে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে উত্তর কোরিয়া। 

একই সঙ্গে তার প্রধান গোয়েন্দা কর্মকর্তা লি বায়ুং হো’কেও একইদণ্ডাদেশ দেওয়া  হয়েছে। আর এ দণ্ডাদেশ কার্যকর করতে উত্তর কোরিয়ার কাছে এ দুইজনকে হস্তান্তরের দাবি করেছে কিমের প্রশাসন। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ২০১৫ সালে উত্তর কোরিয়ার শীর্ষ নেতাকে হত্যার পরিকল্পনা করছিলেন পাক কুন হে। এ কারণে উত্তর কোরিয়া বিশ্বাসঘাতক পার্ক ও তার গোয়েন্দা প্রধান লি বায়ুং হো’কে মৃত্যুদণ্ডাদেশ দিচ্ছে।

তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এনআইএস উত্তর কোরিয়ার এ দাবিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে। সংস্থাটি বলেছে, দক্ষিণের নাগরিকদের ওপর উত্তরের এ হুমকি ক্ষমার অযোগ্য।

এর আগে রুশ গণমাধ্যম আরটি জাপানের আশাহি শিম্বুন পত্রিকার বরাত দিয়ে জানায়, ২০১৫ সালে কিম জং উনকে উৎখাতের একটি পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন পার্ক।

উল্লেখ্য, গত মার্চে বান্ধবী চই সুন চিলের সঙ্গে মিলে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত হন পাক কুন হে। বর্তমানে তিনি কারাবাস করছেন।

সূত্র: এবিসি নিউজ
বিডি প্রতিদিন/ ২৯ জুন, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর