২৯ জুন, ২০১৭ ১৫:৫৭

ওয়াশিংটনে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

ওয়াশিংটনে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডন্ট মুন জায়ে-ইন বুধবার ওয়াশিংটন পৌঁছেছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

গত মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মুন বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পরমাণু অস্ত্রধর উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখার পক্ষে। খবর এএফপি’র। 

ওয়াশিংটনে আজ বৃহস্পতিবার দু’নেতার মধ্যে বৈঠকের কথা রয়েছে। বুধবার রাতে মুন ভার্জিনিয়ার কুয়ান্টিকোয় যুদ্ধের স্মরণে নির্মিত একটি সমাধিক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি কোরীয় ও আমেরিকান ব্যবসায়ী নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দেন।

বৃহস্পতিবার তিনি ক্যাপিটেল হিলে আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক এবং মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অভ্যর্থনা ও নৈশভোজসহ সান্ধ্যকালীন বৈঠকে মিলিত হবেন।

বিডি প্রতিদিন/২৯ জুন ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর