শিরোনাম
২০ জুলাই, ২০১৭ ১৩:১৯

চীনে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই লক্ষাধিক কর্মকর্তাকে সাজা

অনলাইন ডেস্ক

চীনে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই লক্ষাধিক কর্মকর্তাকে সাজা

চীনে ২০১৭ সালের প্রথম ছয় মাসে কমিউনিস্ট পার্টির ‘আচরণ বিধি’ ভঙ্গের দায়ে ২ লাখ ১০ হাজার লোককে সাজা দেয়া হয়েছে। কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)’র শীর্ষ ডিসিপ্লিনারি কমিটি এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।

সিপিসি’র সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিনারি ইনস্পেকশন (সিসিডিআই)’র ওয়েবসাইটে বৃহস্পতিবার এ সংখ্যা প্রকাশ করা হয়। 

শাস্তিপ্রাপ্তদের মধ্যে ৩৮ জন প্রাদেশিক পর্যায়ের কর্মকতা রয়েছেন। এছাড়া এক হাজারের বেশি আঞ্চলিক, ৮ হাজার ৪শ’ জনের বেশী কাউন্টি এবং ১ লাখ ২৯ হাজার গ্রামীণ পর্যায়ের কর্মকর্তা। 

২০১৬ সালে দলের আচরণ বিধি ভঙ্গসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৪ লাখ ১৫ হাজার লোককে শাস্তি দেয়া হয়। 

বিডি প্রতিদিন/২০ জুলাই ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর