২০ জুলাই, ২০১৭ ১৩:৩৮

জাপানের ফুকুশিমা উপকূলে ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক

জাপানের ফুকুশিমা উপকূলে ভূমিকম্পের আঘাত

জাপানের হনশু দ্বীপের তোহোকু অঞ্চলের ফুকুশিমা উপকূলে আজ বৃহস্পতিবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। তবে এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। খবর সিনহুয়ার।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ১১ মিনিটে ৩৭.৩ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ১৪১.৬ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূমিকম্পটি আঘাত হানে। 

সংস্থাটি আরও জানায়, এর উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশের ৪০ কিলোমিটার গভীরে। তোহোকু ও জাপানের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভূমিকম্পটি অনুভূত হয়।

বিডি প্রতিদিন/২০ জুলাই ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর