২১ জুলাই, ২০১৭ ২১:৫৩

সংসদে মিথ্যা কথা বলছেন সুষমা : চীনা সংবাদমাধ্যম

অনলাইন ডেস্ক

সংসদে মিথ্যা কথা বলছেন সুষমা : চীনা সংবাদমাধ্যম

ফাইল ছবি

সিকিমের ডোকলাম এলাকা নিয়ে গত একমাস ধরে ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে। এবার চীনা সংবাদপত্রে সরাসরি আক্রমণ করা হল ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে। শুধু তাই নয়, একইসঙ্গে দেওয়া হয়েছে যুদ্ধের হুঁশিয়ারিও ।

চীনের সেই সংবাদপত্রে বলা হয়েছে, সংসদে সিকিম সীমান্ত সমস্যা প্রসঙ্গে সুষমা স্বরাজ বলেছেন যে অন্য দেশের সমর্থন ভারতের পক্ষে রয়েছে। যা আদতে 'মিথ্যা'। ভারত ইচ্ছে করে চীনের জমিতে ঢুকে রাস্তা তৈরিতে বাধা সৃষ্টি করছে বলেও, উল্লেখ করা হয়েছে সংবাদপত্র গ্লোবাল টাইমসে।

গ্লোবাল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনের ধৈর্য পরীক্ষা করছে ভারত। কিন্তু ভারত যদি এরপরও এখনই সিকিম সীমান্ত থেকে সেনা না সরায়, তবে এবার চীনকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। 

সেই প্রতিবেদনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, তিব্বতে চীনা সেনার মহড়া শুধুমাত্র দেখানোর জন্য ছিল না। চীনের অস্ত্রভান্ডারের সঙ্গে ভারতের অস্ত্রভান্ডারের কোনও তুলনা চলে না। চীনের হাতে যে পরিমাণ অস্ত্রসামগ্রী রয়েছে, যুদ্ধ বাঁধলে দাঁড়াতেই পারবে না ভারত।

 

বিডি-প্রতিদিন/ ২১ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর