২২ জুলাই, ২০১৭ ০৯:৩৪

সংকট নিরসনে আলোচনার আহ্বান জানালেন কাতারের আমির

অনলাইন ডেস্ক

সংকট নিরসনে আলোচনার আহ্বান জানালেন কাতারের আমির

ফাইল ছবি

কাতার সংকট সমাধানের জন্য সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে সংলাপ ও আলোচনার আহ্বান জানিয়েছেন দেশটির আমির।শুক্রবার দেয়া প্রথম বক্তৃতায় আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, সমাধান হতে হবে কাতারের সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে। 

সংকটকালীন পরিস্থিতিতে জনগণের উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে আল থানি কাতারের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ও মিথ্যা অপপ্রচারের জন্য সৌদি জোটের নিন্দা জানান। সেই সাথে এ পরিস্থিতিতে জনগণের স্বাভাবিক আচরণের প্রশংসা করেন তিনি। তিনি আরো বলেন, এখন সরকার ও জনগণের সাথে রাজনৈতিক মতপার্থক্য অব্যাহতি দেয়ার সময় এসেছে।

উল্লেখ্য, সন্ত্রাসবাদের সাথে আঁতাত ও ইরানের সাথে সম্পর্কের জেরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে। যদিও কাতার তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে। এসময় সৌদি জোট ১৩ দফা শর্ত দিলেও কাতার তা মেনে নিতে অস্বীকৃতি জানায়। পরে সেই শর্ত থেকে পিছু হটে ৬ দফা শর্তে নেমে আসার ইঙ্গিত দিলে কাতারের আমির সংকট নিরসনে আলোচনার আহ্বান করলেন।

সূত্র: বিবিসি

বিডি-প্রতিদিন/২২ জুলাই, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর