২৩ জুলাই, ২০১৭ ০০:১৬

বোফর্স কামানে চীনের নকল যন্ত্রাংশ থাকার অভিযোগ!

অনলাইন ডেস্ক

বোফর্স কামানে চীনের নকল যন্ত্রাংশ থাকার অভিযোগ!

ফাইল ছবি

লেখা রয়েছে ‘মেড ইন জার্মানি’ কিন্তু আদতে একেবারেই নিম্নমানের যন্ত্রাংশ দিয়ে তৈরি বোফর্স কামান ‘ধনুশ’। সীমান্তে প্রহরারত ভারতীয় সেনাদের জন্য ব্যবহৃত এই কামান নকল চীনা যন্ত্রাংশ দিয়ে তৈরি এমনটাই দাবি করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(সিবিআই)। এই ঘটনায় দিল্লির একটি সংস্থার বিরুদ্ধে সিবিআই মামলা দায়ের করেছে।

এই বিষয়ে সিবিআই জানিয়েছে, এই বিশেষ 'ধনুশ' কামানটি ভারতের সামরিক খাতে বিশেষ গুরুত্বপূর্ণ। সেখানে এমন একটি গুরুত্বপূর্ণ কামান তৈরিতে গাফিলতির জন্য প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ দায়ের করেছে সিবিআই।

সংস্থাাটি আরও জানায়, মধ্যপ্রদেশের জব্বলপুরের একটি বন্দুক তৈরির কারখানার সঙ্গে যোগসাজশ করে এই জালিয়াতির কারবার চালাচ্ছে। সিধ সেলস সিন্ডিকেট এই নকল কামানের যোগান দিচ্ছে। ২০১৩ সালে এই ফ্যাক্টরিতে চারটি কামান তৈরি হয়, ২০১৪সালে ছ’টি। এছাড়াও ২০১৪ সালে ৭ এপ্রিল থেকে ১২আগস্ট অবধি আরও তিনটি নকল কামান তৈরি করেছে এই গান ফ্যাক্টরিটি।

সিধ সেলস কোম্পানির সমস্ত তথ্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকি যে মেল চালাচালি করা হয়েছে তাও বাজেয়াপ্ত করেছে সিবিআই।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ ২৩ জুলাই, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর