২৩ জুলাই, ২০১৭ ১১:২৭

আইএস প্রধান বাগদাদি জীবিত : মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

অনলাইন ডেস্ক

আইএস প্রধান বাগদাদি জীবিত : মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

ফাইল ছবি

আইএস প্রধান আবু বকর আল বাগদাদি এখনও বেঁচে রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এই দাবি করেছেন। এর আগে দাবি করা হয়েছিল যে, রাশিয়ার বিমান হামলায় বাগদাদির মৃত্যু হয়েছে। কিন্তু শনিবার জেমস ম্যাটিস তার বেঁচে থাকার কথা জানিয়েছেন।

ম্যাটিস জানিয়েছেন, তার মতে বাগদাদি বেঁচে রয়েছে। আমেরিকা বাগদাদিকে মেরেছে একথা জানতে পারলেই তিনি বাগদাদির মৃত্যুর খবর মেনে নেবেন। এই আইএসআইএস প্রধানের খোঁজও চলছে বলে জানান ম্যাটিস।

ম্যাটিস আরও জানান, রাশিয়ার সেনা গত মাসে দাবি করেছিল সিরিয়ার রাক্কার কাছে গত ২৮ মে বাগদাদির এক বৈঠকে তার ওপর হামলা চালানো হয়, আর তাতেই সম্ভবত সে মারা গেছে। তবে জেমস ম্যাটিসের মতে, বাগদাদি এখনও তার সংগঠনের কোনও না কোনও গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে।

বিভিন্ন সংবাদ সূত্রে অবশ্য জানা যায়, বাগদাদি ইরাক বা সিরিয়াতে মারা গেছে। কারণ ২০১৪ সালের পর থেকে আর তাকে দেখা যায়নি।

 


বিডি-প্রতিদিন/ ২৩ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর