২৪ জুলাই, ২০১৭ ১৬:৩৩

কাতার সঙ্কট নিরসনে দূতিয়ালি করছেন এরদোয়ান

অনলাইন ডেস্ক

কাতার সঙ্কট নিরসনে দূতিয়ালি করছেন এরদোয়ান

সংগৃহীত ছবি

কাতার সঙ্কট সমাধানে আরব উপসাগরীয় অঞ্চলে দু’দিনের সফরে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সফরের অংশ হিসেবে স্থানীয় সময় রবিবার সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় পৌঁছান তিনি। এদিনই এরদোয়ান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। তবে কোনো বৈঠক সম্পর্কেই বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সৌদিতে আলোচনার পর এরদোয়ান কুয়েতের উদ্দেশে রওনা হন। কাতার ইস্যুতে কুয়েত প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। সেখানে আলোচনা শেষে আজ সোমবার তিনি কাতার সফর করবেন।

এর আগে এ সফর সম্পর্কে তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই সঙ্কট টেনে লম্বা করার প্রতি কারোরই আর কোনো আগ্রহ নেই। তার অভিযোগ, ‘শত্রুরা’ উপসাগরীয় অঞ্চলে টানাপড়েন ও উত্তেজনা বাড়ানোর সুযোগ খুঁজছে।

এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে কাতারের আচরণ ও ভূমিকার প্রশংসা করে এরদোয়ান বলেছেন, দেশটি সংলাপের মধ্য দিয়ে বারবার সমাধানে আসার চেষ্টা করেছে।

বিডিপ্রতিদিন/ ২৪ জুলাই, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর