২৬ জুলাই, ২০১৭ ০৪:৫৩

সামরিক ক্ষমতা বাড়াতে ভারতের ৭০,০০০ কোটি টাকা ব্যয়

অনলাইন ডেস্ক

সামরিক ক্ষমতা বাড়াতে ভারতের ৭০,০০০ কোটি টাকা ব্যয়

ফাইল ছবি

এবার সমুদ্রেও নিজের সামরিক ক্ষমতা বাড়াতে কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত। মোট ছ’টি দেশ (ফ্রান্স, জার্মানী, রাশিয়া, সুইডেন, স্পেন এবং জাপান)-এর সঙ্গে যুক্ত হয়ে সমুদ্রের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তপোক্ত করতে সবথেকে বড় লেনদেন করছে। এই লেনদেন অনুযায়ী, ভারতে ৭০,০০০ কোটি টাকা ব্যয়ে ৬টি অ্যাডভান্সড স্টিলথ সাবমেরিন তৈরি হতে চলেছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই প্রকল্পকে ভারত প্রোজেক্ট-৭৫ নাম দিয়েছে। ২০০৭ সালের নভেম্বরে প্রথমবার এর প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সেসময় মনমোহন সিং-এর নেতৃত্বে দেশে ইউপিএ সরকারের প্রশাসন ছিল। ১০ বছর পর এই চুক্তিই বাস্তবায়িত হতে চলেছে। গত মে মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয় এই বিষয়ে অনুমোদন দিয়েছে বলে জানা যায়।

এই প্রকল্প অনুযায়ী ভারতীয় নৌবাহিনী ১৮টি ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন, ৬টি পরমাণু হামলায় সক্ষম সাবমেরিন(এসএসএন) এবং ৪টি পারমাণবিক জ্বালানিতে পরিচালিত সাবমেরিন(যাতে এসএসবিএন যুক্ত থাকবে) পাবে। খবর অনুযায়ী, চিন এবং পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে এগুলির ব্যবহার করবে ভারত।

 

বিডি-প্রতিদিন/ ২৫ জুলাই, ২০১৭/ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর