২৬ জুলাই, ২০১৭ ১৯:০৮

বাল্টিক সাগরে পরমাণু সাবমেরিন নিয়ে যৌথ মহড়ায় চীন-রাশিয়া

অনলাইন ডেস্ক

বাল্টিক সাগরে পরমাণু সাবমেরিন নিয়ে যৌথ মহড়ায় চীন-রাশিয়া

সংগৃহীত ছবি

বাল্টিক সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। বিশাল এই মহড়ায় দুই দেশের বহুসংখ্যক যুদ্ধজাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান অংশ নিয়েছে। মহড়ায় দুই দেশের সেনাদের মধ্যে যোগাযোগের মাধ্যম হবে রুশ ভাষা। বাল্টিক সাগরে এই প্রথম চীন কোনও মহড়ায় অংশ নিচ্ছে।

‘মেরিটাইম কো-অপারেশন-২০১৭’ নামের এই মহড়া চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত। তবে ২৪ জুলাই থেকে গভীর সাগরে তাজা গুলির মহড়া চলার কথা রয়েছে। 

মহড়ায় সামরিক নানা প্রশিক্ষণের পাশাপাশি জলদস্যুদের কবল থেকে জাহাজ রক্ষা করা এবং বিপদে পড়া জাহাজগুলোকে অনুসন্ধান ও উদ্ধারের বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। 

মহড়ায় চীন তার অত্যাধুনিক কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। দু’দেশের এই মহড়ার বিশেষ রাজনৈতিক সামরিক গুরুত্ব রয়েছে বলে মনে করা হচ্ছে। 

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, চলমান মহড়ার মাধ্যমে সারা বিশ্বের জন্য বিশেষ করে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের জন্য এই বার্তা দেওয়া হচ্ছে যে, বাল্টিক সাগরসহ যে কোনও জায়গায় রাশিয়ার পাশে রয়েছে চীন। একইভাবে চীনের জন্যও রাশিয়া সামরিক সহায়তার হাত বাড়াতে প্রস্তুত।

বিডি প্রতিদিন/ ২৬ জুলাই, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর