২৭ জুলাই, ২০১৭ ০৫:২৬

মিশরে ৪৩ বিক্ষোভাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক

মিশরে ৪৩ বিক্ষোভাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড

ফাইল ছবি

সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের উৎখাতের সময় ৪৩ বিক্ষোভকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কায়রো আদালত। এছাড়া, ২০১১ সালের সেই ঘটনায় ৯ বিক্ষোভকারীকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডও দেয়া হয়েছে বলে জানা গেছে। খবর- দ্য নিউ আরব।

জানা গেছে, সরকার উৎখাতের সময় ভাংচুর ও সরকারি নিরাপত্তা কর্মীদের ওপর হামলায় কমপক্ষে ১২ জনের মৃত্যু এবং ২ হাজার জনের মত আহতের ঘটনায় তাদেরকে অভিযুক্ত করেছে আদালত। এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৯২ জনকে বেখসুর খালাস দেয়া হয়েছে। পাশাপাশি, জনগণের সম্পত্তির ক্ষতিগ্রস্থ করার জন্য দণ্ডিতদের সামষ্ঠিকভাবে ১৭ মিলিয়ন মিশরি পাউন্ড জরিমানাও করা হয়েছে। 

এদিকে, ২০১৩ সালে মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর এভাবে গণ বিচার ও দণ্ডদানের ঘটনা নিত্তনৈমত্তিক বলে জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো। মূলত সাবেক সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি সরকার প্রকাশ্যে প্রতিবাদ ও গণবিক্ষোভ ঠেকাতেই এ ধরণের আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বলে দাবি করা হচ্ছে। 

বিডি-প্রতিদিন/২৭ জুলাই, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর