২৭ জুলাই, ২০১৭ ০৮:৩৮

ইসরাইলি দূতাবাস বন্ধের দাবিতে জর্দানে তীব্র বিক্ষোভ

অনলাইন ডেস্ক

ইসরাইলি দূতাবাস বন্ধের দাবিতে জর্দানে তীব্র বিক্ষোভ

ফাইল ছবি

জর্ডানে ইসরাইলের দূতাবাস বন্ধের দাবিতে 'ইসরাইল নিপাত যাক' বলে স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা। তেল আবিবের বিরুদ্ধে বিক্ষোভের সময় ইসরাইলি দূতাবাসের নিরাপত্তারক্ষীর গুলিতে ১৬ বছরের কিশোরের মৃত্যুর প্রতিবাদে এ তীব্র  বিক্ষোভ দেখানো হয় বলে সংবাদমাধ্যমে জানা হয়।

জর্ডানের মাটিতে ইসরাইলের রাষ্ট্রদূতের ঠাঁই নেই বলে স্লোগান দিয়ে ইজরাইলের সঙ্গে ১৯৯৪ সালে স্বাক্ষরিত শান্তি চুক্তি বাতিলের দাবি জানাচ্ছে বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, জেরুজালেম শহরে আল-আকসা মসজিদে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের হত্যাকাণ্ড ও দমন-পীড়নের প্রতিবাদে গত রবিবার বিক্ষুব্ধ জনতা মিছিল বের করে। সেখান থেকে তারা ইসরাইলি দূতাবাসের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় দূতাবাসের ইসরাইলি নিরাপত্তারক্ষীর গুলিতে জাওয়াদাহ নিহত হয়।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর