২৭ জুলাই, ২০১৭ ২২:১৪

ট্রাম্পকে চাপে রাখতে আরও শক্তিশালী মিসাইল আনছে রাশিয়া!

অনলাইন ডেস্ক

ট্রাম্পকে চাপে রাখতে আরও শক্তিশালী মিসাইল আনছে রাশিয়া!

ফাইল ছবি

ট্রাম্প প্রশাসনকে সামরিক দিক দিয়ে চাপে রাখতে আরও শক্তিশালী মিসাইল আনতে যাচ্ছে রাশিয়া! ২০৩০ পর্যন্ত নৌবাহিনীর কার্যক্রমের বিষয়ে প্রকাশিত রাশিয়ার ডকট্রিন অনুযায়ী, ২০২৫ সালে রাশিয়ার প্রধান অস্ত্রের জায়গা নেবে উচ্চ মানের ক্রুজ মিসাইল।

এছাড়া রাশিয়ার প্রধান মিসাইল প্রস্তুতকারক সংস্থা ট্যাকটিকাল মিসাইলস কর্পোরেশন যে কোনও ধরনের উচ্চ মানের মিসাইল প্রস্তুত করতেও সক্ষম।ধারণা করা হচ্ছে এর মাধ্যমে পুতিনে নতুন পরিকল্পনা ট্রাম্পকে চাপে রাখা।

একটি শক্তিশালী এবং সুপরিচিত রাশিয়ান ক্রুজ মিসাইল কালিবর, ২০১৫ সালে সিরিয়ায় দইশদের বিরুদ্ধে প্রথম ব্যবহার করেছিল রাশিয়ান কাসপিয়ান ফ্লোটিলা। কাসপিয়ান সাগর এবং ভূমধ্যসাগর থেকে এই মিসাইল লঞ্চ করা হয়।

বিডিপ্রতিদিন/ ২৭ জুলাই, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর