২৭ জুলাই, ২০১৭ ২২:২২

উত্তেজনার মধ্যেই বিধ্বংসী অস্ত্রের প্রদর্শনী চীনের

অনলাইন ডেস্ক

উত্তেজনার মধ্যেই বিধ্বংসী অস্ত্রের প্রদর্শনী চীনের

ফাইল ছবি

সিকিমের ডোকালাম ইস্যুতে ক্রমশ চাপ বাড়ছে। কার্যত সীমান্তের দুইপারে যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত এবং চীনা সেনাবাহিনী। চীনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বারবার হুঁশিয়ারি। 

তবে এখনও ভারত মনে করে যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই ডোকালাম সমস্যার সমাধান হবে। তবে চীন যেভাবে আগ্রাসী মনোভাব নিতে শুরু করেছে তাতে ইতিমধ্যে যুদ্ধের শঙ্কা করছেন বিশ্বের তাবড় তাবড় নেতারা। 

এই শঙ্কার মধ্যেই ফের শক্তি প্রদর্শন চীনের। চীনা সেনার বর্ষপূর্তিতে মিলিটারি মিউজিয়ামে শক্তি প্রদর্শন করা হয় চীনা সেনার পক্ষ থেকে। সেখানে চীনা সেনাবাহিনীর হাতে থাকা সমস্ত অস্ত্র প্রদর্শন করা হয়েছে। ট্যাঙ্ক থেকে যুদ্ধ বিমান সব কিছু রাখা হয়েছে এই প্রদর্শনীতে।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডিপ্রতিদিন/ ২৭ জুলাই, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর