২৮ জুলাই, ২০১৭ ০৪:১২

ভেনেজুয়েলায় সমাবেশ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলায় সমাবেশ নিষিদ্ধ

ফাইল ছবি

ভেনিজুয়েলায় নতুন সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণের আগে সকল ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে দেশটি। এ নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ৫ থেকে ১০ বছরের জেল হতে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নেসটোর রিভেরল।

বর্তমান সংসদের বিরুদ্ধে প্রতিবাদ সহিংসতায় গত এপ্রিল থেকে ১০০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে দেশটিতে। বিরোধী দলের মতে, এ আন্দোলন ছিল একনায়কতন্ত্রের বিরুদ্ধে। একদিন আগেও চলমান সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত দুইজন নিহতের ঘটনা ঘটেছে।

বিরোধী দলের ডাকে বর্তমানে ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে এবং শুক্রবার  গণআন্দোলনের প্রস্তুতি নিয়েছে। এজন্য শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে। বিভক্ত জাতিকে শান্তিপূর্ণ অবস্থানে ফিরিয়ে আনতে নতুন সংবিধান প্রতিষ্ঠাকে সমর্থন দিয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

চলতি মাসের ৩০ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে নিকোলাস মাদুরো সংবিধান সংশোধনের যে উদ্যোগ নিয়েছেন তার প্রতিবাদে বিক্ষোভ জানিয়ে আসছে বিরোধীপক্ষ।

বিডি প্রতিদিন/২৮ জুলাই ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর