২৮ জুলাই, ২০১৭ ১০:২০

বিশ্বের প্রথম ভাসমান উইন্ডমিল স্কটল্যান্ডে

অনলাইন ডেস্ক

বিশ্বের প্রথম ভাসমান উইন্ডমিল স্কটল্যান্ডে

স্কটল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলে বিশ্বের প্রথম ভাসমান উইন্ডমিল স্থাপন করা হয়েছে । শীঘ্র স্থাপন করা হবে আরও চারটি ভাসমান উইন্ডমিল। ভাসমান এ উইন্ডমিলগুলোর উচ্চতা ১৭৫ মিটার এবং ওজন ১১ হাজার ৫০০ টন। 

উইন্ডমিলগুলোর এক-একটি পাখা ৭৫ মিটার, যা একটি পূর্ণাঙ্গ যাত্রীবাহী প্লেনের পাখার সমান। এগুলো প্রায় ২০ হাজার বাসস্থানের বিদ্যুৎ সরবরাহ করবে।

পিটারহেড উইন্ডফার্ম প্রজেক্টটি বাস্তবায়ন করছে। কোম্পানিটি হাইউইন্ড নামেও পরিচিত। এর প্রজেক্ট ডিরক্টর লেইফ ডেলপ বলেন, উন্মুক্ত সমুদ্রে এটি কাজ করে কী না - সেটা দেখার জন্যই এ প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। এটি সফল হলে পুরো অবস্থারই আমূল পরিবর্তন ঘটবে। আমরা নিশ্চিত এটি খরচও কমিয়ে আনবে।


বিডি প্রতিদিন/২৮ জুলাই, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর