২৮ জুলাই, ২০১৭ ১৩:৩০

নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা সুপ্রিম কোর্টের

অনলাইন ডেস্ক

নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা সুপ্রিম কোর্টের

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ প্রধানমন্ত্রীর পদ থেকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নওয়াজ শরিফকে বহিষ্কারের আদেশ দেন।  

গত বছর পানামা পেপারস পেপার দুর্নীতি মামলায় নওয়াজ শরিফ ও তার পরিবারের সদস্যদের নাম জড়িয়ে পড়ে। এ বিষয়ে শুনানির পর দেয়া রায়ে সুপ্রিম কোর্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেন। 

সুপ্রিম কোর্টের বিচারপতি এজাজ আফজাল খান বলেন, সংসদের একজন সৎ সদস্য হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা নওয়াজ শরীফ হারিয়েছেন। এজন্যই প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। 

গত এপ্রিলে আদালত জানিয়েছিল পানামা পেপারস কেলেঙ্কারিতে নওয়াজ ও তার পরিবারের সদস্যদের জড়িত থাকার বিষয়ে যথেষ্ঠ প্রমাণ নেই। তাই তাকে অযোগ্য ঘোষণা করা সম্ভব নয়। এ নিয়ে সম্প্রতি নওয়াজ শরিফ ও তার সন্তানদের দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই তাকে অযোগ্য ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। সূত্র : বিবিসি, দ্য নিউ ইয়র্ক টাইমস ও খালিজ টাইমস

বিডি প্রতিদিন/২৮ জুলাই, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর