২৯ জুলাই, ২০১৭ ০১:১৪

জাকির নায়েকের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে এনআইএ

অনলাইন ডেস্ক

জাকির নায়েকের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে এনআইএ

জাকির নায়েককে অপরাধী ঘোষণা করে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।  

এনআইএ-র পক্ষ থেকে জানানো হয়, মুম্বাইয়ের এক বিশেষ আদালত জাকির নায়েককে অপরাধী ঘোষণা করেছে। এরপরেই ফৌজদারি বিধির ৮৩ নম্বর ধারা অনুসারে জাকির নায়েককে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

গত বছরের ১ জুলাই গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলার পিছনে জাকির নায়েকের উস্কানি ছিল বলে অভিযোগ ওঠে। এরপর গত বছরের ১৮ নভেম্বর জাকিরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করে এনআইএ।

জাকির বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন বলে জানা গেছে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর