২৯ জুলাই, ২০১৭ ১১:১৯

কিমের নয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনে ট্রাম্পের তীব্র নিন্দা

অনলাইন ডেস্ক

কিমের নয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনে ট্রাম্পের তীব্র নিন্দা

ফাইল ছবি

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করেই একের পর এক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপন করে যাচ্ছে উত্তর কোরিয়া। আর তারই জের ধরে গত শুক্রবার আন্তর্মহাদেশীয় অঞ্চলে হামলায় সক্ষম এমন একটি  অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তবে কিমের এই সফল উৎক্ষেপণের তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক লিখিত বিবৃতিতে তিনি জানান, আমেরিকা তার নিজস্ব ভূমি ও মিত্রদের রক্ষার্থে যেকোনো ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে।

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়াবহতার কথা উল্লেখ করে বিবৃতিতে ট্রাম্প আরো বলেছেন, ‘উত্তর কোরিয়া এখন সমগ্র বিশ্বের হুমকি। পুনঃপুনঃ বিধ্বংসী অস্ত্র প্রদর্শন ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেশটিকে চরমভাবে বিচ্ছিন্ন করে দেবে। তাদের অর্থনীতি ভেঙে পড়বে এবং দেশটির জনগণকে এর মূল্য দিতে হবে।’

এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, স্থানীয় সময় শুক্রবার পৌনে ১১ টার দিকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে, কিমের এই নয়া মিসাইল একেবারে জাপান সাগরে থাকা কল্পিত শত্রুকে আঘাত করেছে। ধারণা করা হচ্ছে, ব্যালেস্টিক কোনো মিসাইল হবে এটি। এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এই পরীক্ষার সময় কিম নিজে উপস্থিত ছিলেন।

এদিকে উৎক্ষেপণের পর এক বিবৃতিতে উত্তর কোরিয়া জানায়, নতুন এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তারা সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে হামলা চালাতে প্রস্তুত। ওই বার্তায় নেতা কিম বলেছেন, ‘সমগ্র যুক্তরাষ্ট্রই এখন আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। চাইলে আমরা যেকোনো সময় দেশটিতে হামলা চালাতে পারি।’

সূত্র: সিএনএন ও বিবিসি

বিডি-প্রতিদিন/২৯ জুলাই, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর