Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭
প্রকাশ : ১২ আগস্ট, ২০১৭ ২২:০৫ অনলাইন ভার্সন
আপডেট :
নেপালে বন্যা ও ভূমিধসে ৩০ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
নেপালে বন্যা ও ভূমিধসে ৩০ জনের মৃত্যু

নেপালে ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আরও ১০ জন নিখোঁজ রয়েছে এবং বন্যাকবলিত দেশটিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে

আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, আরও ভারীবর্ষণ হতে পারে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। নেপালের দক্ষিণে কোশি নদী যা কি না দেশটির প্রধান নৌপথে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
নেপালে জুন থেকে সেপ্টেম্বরে বর্ষাকালের বৃষ্টি কৃষিনির্ভর নেপালের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এটি প্রতি বছর ধ্বংসও ডেকে আনে।  

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দীপক কাফলে বলেন, এই বন্যায় ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। আমরা ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। পূর্বাঞ্চলের বিরাটনগরের বিমানবন্দর দুই ফুট পানির নিচে আছে।  

বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৭/আরাফাত

আপনার মন্তব্য

up-arrow