১৬ আগস্ট, ২০১৭ ১৩:১৪

ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে নিহত ৩২

অনলাইন ডেস্ক

ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে নিহত ৩২

ফিলিপাইনে চলমান মাদকবিরোধী অভিযানে এক রাতেই ৩২ জনকে হত্যা করেছে দেশটির পুলিশ। রাজধানী ম্যানিলার উত্তর দিকে অবস্থিত বুলাকান প্রদেশে মঙ্গলবার ২৪ ঘণ্টাব্যাপী এ অভিযান চলে।

পুলিশ জানায়, যারা নিহত হয়েছেন তারা সশস্ত্র মাদক ব্যবসায়ী এবং পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার চেষ্টা চালাচ্ছিল।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে মাদকের বিরুদ্ধে বিতর্কিত ‘ড্রাগ ওয়ার’ ঘোষণার পর থেকে কয়েক হাজার লোক নিহত হয়েছেন।

মাদক ব্যবসা বন্ধ করার জন্য দুতার্তের নেওয়া এই অভিযান আন্তর্জাতিক মহলে বেশ নিন্দিত হয়ে আসছে। কিন্তু সেগুলোর দিকে পাত্তা না দিয়ে বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ড চালিয়েই যাচ্ছে দুতার্তের পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার শুরু হওয়া অভিযানে ৩২ জনকে হত্যা করার পাশাপাশি আরও ১০০ জনকে আটক করেছে ফিলিপাইনের পুলিশ। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/১৬ আগস্ট ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর