১৬ আগস্ট, ২০১৭ ২০:৪৬

দক্ষিণ আফ্রিকায় খনি শ্রমিক হত্যার পাঁচ বছর পালন

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় খনি শ্রমিক হত্যার পাঁচ বছর পালন

দক্ষিণ আফ্রিকায় খনি শ্রমিক হত্যাকাণ্ডের পাঁচ বছর পালিত হয়েছে বুধবার। মারিকানায় পাঁচ বছর আগে এই দিনে পুলিশ ৩৪ জন খনি শ্রমিককে গুলি করে হত্যা করে।

২০১২ সালের আগস্ট মাসে মারিকানা প্লাটিনাম খনির শ্রমিকদের ধর্মঘট ভেঙে দেয়ার জন্য পুলিশ মোতায়েন করা হয়। তারা শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ৩৪ খনি শ্রমিক নিহত হন। 

লোনমিন মালিকানাধীন খনিটি জোহানেসবার্গের উত্তর-পশ্চিমে অবস্থিত। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ শেষ হওয়ার পর দেশটিতে এটাই সবচেয়ে ভয়ংকর পুলিশি সহিংসতা। খবর এএফপি’র।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার তাদের পরিবারের সদস্য, খনি শ্রমিক, ট্রেড ইউনিয়ন কর্মী এবং অ্যাক্টিভিস্টরা ঘটনাস্থলে সমবেত হচ্ছেন। সমাবেশে তারা অপরাধীদের বিচার এবং ক্ষতিপূরণ আরো বাড়িয়ে দেয়ার দাবি জানাবেন বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর পরিচালক সেনিলা মোহাম্মদ বলেন, মারিকানার ঘটনাটি কেবল ট্রাজেডি হিসেবেই রয়ে গেছে, এ হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে বিচারের আওতায় আনা হয়নি।

বিডি প্রতিদিন/১৬ আগস্ট ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর