১৭ আগস্ট, ২০১৭ ০৫:১১

ডোকালামে একচুল জায়গাও ছাড়বে না চীন: বেইজিংয়ের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

ডোকালামে একচুল জায়গাও ছাড়বে না চীন: বেইজিংয়ের হুঁশিয়ারি

ফাইল ছবি

ডোকালামে একচুল জায়গাও ছাড়বে না চীন। সেনা সরানোর খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে এমনটাই জানিয়ে দিল চীন। প্রসঙ্গত, কয়েকদিন আগে এক গণমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়, ভারতীয় সেনা যদি ২৫০ মিটার পিছনে চলে যায় তাহলে চীনও তাদের সেনাবাহিনী ১০০ মিটার সরিয়ে নেবে। 

এই খবর প্রকাশিত হওয়ার পরেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চীন কোনও পরিস্থিতিতেই তার ভূখণ্ডের সার্বভৌমত্বে ছাড় দেবে না। শুধু তাই নয়, এই সমস্যার সমাধান চীনও চায়। কিন্তু কোনও অবস্থাতেই মাথা নত করে না। ভারতীয় সেনাকে অবিলম্বে বিতর্কিত জায়গা ছেড়ে চলে যেতে হবে। না হলে কোনও আলোচনা হবে না।

এ ব্যাপারে পিএলএ অ্যাকাডেমি অব মিলিটারি সায়েন্সেস এর গবেষক ঝাও জিয়াওঝু বলেন, ভারত 'সম্পূর্ণ অযৌক্তিক' দাবি করছে। চীন কখনই তা মেনে নেবে না বলে পাল্টা হুঁশিয়ারি দেন তিনি। 

উল্লেখ্য, ডোকালাম ইস্যুতে ৫০ দিনেরও বেশি সময় ধরে সীমান্তে যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত-চীনের সেনাবাহিনী।

বিডি-প্রতিদিন/১৭ আগস্ট, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর