১৭ আগস্ট, ২০১৭ ১১:০৩

ভারতের কাছে 'গন্ডার' ফেরত চাইছে নেপাল

অনলাইন ডেস্ক

ভারতের কাছে 'গন্ডার' ফেরত চাইছে নেপাল

নেপালের চিতওয়ান ন্যাশনাল পার্কের গন্ডার/ফাইল ছবি

নেপালে সাম্প্রতিক বন্যায় তাদের দেশ থেকে বেশ কিছু গন্ডার পাশের দেশ ভারতে ভেসে গেছে দাবি করে তাদের ফিরিয়ে দেওয়ার জন্য দেশটির কাছে অনুরোধ করেছেন নেপালের বন্য প্রাণী বিভাগের কর্মকর্তারা।

বিবিসির খবর, বন্যায় ভেসে যাওয়া এই গন্ডারগুলোর প্রায় সবারই আবাসভূমি হল নেপালের বিখ্যাত রয়্যাল চিতওয়ান ন্যাশনাল পার্ক। প্রতি বছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক এই সংরক্ষিত অরণ্যে গন্ডার ও অন্যান্য বন্য প্রাণী দেখতে আসেন।

খবরে বলা হয়, বন্যায় পার্কের বেশ কিছু গন্ডার পানির তোড়ে ভেসে সীমান্ত ঘেঁষা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাল্মীকি টাইগার রিজার্ভে আশ্রয় নিয়েছে। যেটি আবার ভারতে রয়্যাল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান একটি আবাসভূমি।

বিবিসি আরও জানায়, সারা পৃথিবীতে একমাত্র নেপাল ও ভারতেই একশৃঙ্গী বা এক শিং-ওলা গন্ডার পাওয়া যায়। ফলে এই দুই দেশের কাছেই তাদের এই গন্ডার এক গর্বের সম্পদ।

বিডি-প্রতিদিন/১৭ আগস্ট, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর