১৭ আগস্ট, ২০১৭ ১১:৩৩

এক দিনেই স্পেনে ৬০০ শরণার্থী উদ্ধার

অনলাইন ডেস্ক

এক দিনেই স্পেনে ৬০০ শরণার্থী উদ্ধার

স্পেনে আগত শরণার্থীর ঢল কমেই বাড়ছে। গ্রিসের চেয়েও দেশটিতে এখ বেশি শরণার্থী আসছে। গত ২৪ ঘণ্টায় স্পেনের কোস্টগার্ড উত্তর আফ্রিকার দেশ মরক্কো থেকে আগত ৬০০ শরণার্থীকে উদ্ধার করেছে। প্যাডেলবোট ও জেট স্কিসহ মোট ১৫টি নৌযানে আগত এসব শরণার্থীর মধ্যে ৩৫টি শিশু ছিল।

জাতিসংঘের হিসাব মতে এ বছর স্পেনে নয় হাজারের বেশি শরণার্থী পৌঁছেছে। যা গত বছরের চেয়ে তিন গুণ বেশি। স্পেনে পৌঁছাতে গিয়ে সাগরে ডুবে ১২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/১৭ আগস্ট, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর