১৭ আগস্ট, ২০১৭ ১৯:৪৩

জয়ললিতার মৃত্যুর তদন্তে কমিটি গঠনের ঘোষণা

অনলাইন ডেস্ক

জয়ললিতার মৃত্যুর তদন্তে কমিটি গঠনের ঘোষণা

ফাইল ছবি


জয়ললিতার দল এডিএমকে’‌র দুই গোষ্ঠী জোড়া লাগার সম্ভাবনা আরও জোড়ালো হল। জয়ললিতার মৃত্যু ‘‌রহস্য’‌–এর কিনারা করতে তদন্ত কমিশন গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী। 

এর আগে পন্নিরসেলভাম গোষ্ঠী  এডিএমকে’‌র জোড়া লাগানো শর্ত হিসেবে এই জয়ললিতার মৃত্যুর তদন্ত দাবি করেছিলেন। দেখা যাচ্ছে সেই দাবিই মেনে নেওয়া হল। 

জয়ললিতাকে তিলে তিলে হত্যা করা হয়েছে বলে আগেই অভিযোগ করেছিলেন পন্নিরসেলভাম। তাঁর অভিযোগের তীর জয়ললিতার ঘনিষ্ঠ বান্ধবী শশিকলার দিকে। পালানিস্বামী মুখ্যমন্ত্রী হয়ে সেই অভিযোগকে পাত্তা দেননি। শশিকলা এখন জেলে। শশিকলার ভাইপো টিটিভি দিনকরণ এডিএমকে–র কতৃত্ব নিতে শক্তি দেখাচ্ছেন। 

তাই এডিএমকে জোড়া লাগানোর পথ প্রশস্ত করা ছাড়া উপায় ছিল না পালানিস্বামীর। গত সপ্তাহে উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পন্নির এবং পালানি। সেখানেই এই নিয়ে বরফ গলে বলে মনে করা হচ্ছে। 

বিডিপ্রতিদিন/ ১৭ আগস্ট, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর