১৮ আগস্ট, ২০১৭ ০১:৫২

সন্ত্রাসী হামলায় রক্তাক্ত বার্সেলোনা, ইউরোপজুড়ে সতর্কতা

মার্কিন সাহায্যের আশ্বাস

অনলাইন ডেস্ক

সন্ত্রাসী হামলায় রক্তাক্ত বার্সেলোনা, ইউরোপজুড়ে সতর্কতা

এক ভ্যান হামলায় রক্তাক্ত পর্যটন নগরীখ্যাত স্পেনের বার্সেলোনা। পথচারীদের উপর দিয়ে ভ্যান চালিয়ে নেওয়ার ঘটনায় স্তম্ভিত গোটা ব্শ্বি। এমন অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে স্পেনের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

ওয়াশিংটন থেকে জারি করা এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। স্পেন সরকারকে যে কোনও রকম সাহায্য করেত প্রস্তুত। বার্সেলোনায় হামলার প্রতিবাদে বিভিন্ন দেশ থেকে বার্তা পাঠানো হচ্ছে।

এদিকে, হামলার পরই ইউরোপের সর্বত্র জারি হয়েছে আরও কড়া সতর্কতা। লন্ডন, প্যারিস, বার্লিন, আমস্টারডাম, লুক্সেমবুর্গের মতো রাজধানী শহরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

সাম্প্রতিক কয়েকটি ঘটনায় গাড়ি চাপা দিয়ে বহু মানুষকে মেরা ফেলার ঘটনা বারবার ঘটেছে ইউরোপে। জঙ্গি হামলার অতি সাম্প্রতিক ঘটনা ব্রিটিশ পার্লামেন্টে গাড়ি চালিয়ে হামলা।

বিডি প্রতিদিন/১৮ আগস্ট ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর