১৮ আগস্ট, ২০১৭ ১১:৪৩

ডোকালাম ইস্যুতে মুখ খুললো জাপান

অনলাইন ডেস্ক

ডোকালাম ইস্যুতে মুখ খুললো জাপান

আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে ডোকালাম ইস্যুতে মুখোমুখি অবস্থান নিয়েছে ভারত ও চীন। আর তারই জের ধরে এবার মুখ খুললো জাপান।

এ ব্যাপারে ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কেঞ্জি হিরামৎসু সংবাদ মাধ্যমকে জানান, ডোকালাম নিয়ে বিগত বেশ কিছু সপ্তাহ ধরে ভারত-চীন বিবাদ চলছে। আর এই বিষয়ের ওপর জাপানের নজর রয়েছে। 

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, শান্তিপূর্ণ পদ্ধতিতেই এই বিবাদের নিষ্পত্তি করা উচিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও যে সেই চেষ্টাই করছে। দুই দেশেরই শক্তি নয়, শান্তির পথে সমস্যা সমাধান করা প্রয়োজন বলেই মত তাঁর।

প্রসঙ্গত, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ স্পষ্ট জানিয়েছেন, সীমান্তে শান্তির মাধ্যমেই সম্পর্কের উন্নতি হতে পারে। এর আগে বুধবার চীন, ভারতকে বিনা শর্তে ডোকালাম থেকে সেনা সরিয়ে নেওয়ার জন্য ১৫ পৃষ্ঠার বয়ান পেশ করে। চীনের বয়ান পেশ করার পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের জবাব জানিয়ে দিয়েছে। এসময় জানানো হয়, চীনের সঙ্গে সম্পর্ক তখনই ঠিক হবে যখন দুই দেশ সীমান্তে শান্তি স্থাপনের পথে হাঁটবে।

বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর