১৮ আগস্ট, ২০১৭ ১৫:১৩

রাশিয়া সফরে যাচ্ছেন কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

রাশিয়া সফরে যাচ্ছেন কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

কম্বোডিয়ার পররাষ্ট্র প্রাক সখন আগামী ২৩ ও ২৪ আগস্ট রাশিয়া সফর করবেন। সফরকালে তিনি একাধিক দ্বি-পক্ষীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর করবেন বলে ধারণা করা হচ্ছে। 

আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়। খবর সিনহুয়ার।

বিবৃতিতে বলা হয়, মস্কোতে সখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বি-পক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

কম্বোডিয়ার এ শীর্ষ কূটনীতিক বাণিজ্য, অর্থনীতি, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক কম্বোডীয়-রুশ আন্তঃসরকারি কমিশনের ১০তম বৈঠকে রাশিয়ার টেলিকম ও গণযোগাযোগ মন্ত্রী নিকোলাই নিকিফোরোভের সঙ্গে সহ-সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন।

বিবৃতিতে বলা হয়, বৈঠক শেষে কয়েকটি চুক্তি স্বাক্ষর করা হবে বলে আশা করা হচ্ছে।

বিডি প্রতিদিন/১৮ আগস্ট ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর