১৯ আগস্ট, ২০১৭ ০৬:৩৯

পাকিস্তানের মাটিতে পেট্রো কেমিক্যাল কমপ্লেক্স তৈরি করছে চীন

অনলাইন ডেস্ক

পাকিস্তানের মাটিতে পেট্রো কেমিক্যাল কমপ্লেক্স তৈরি করছে চীন

ফাইল ছবি

পাকিস্তানে ক্রমশ বিনিয়োগের পরিমাণ বাড়াচ্ছে চীন। ইতোমধ্যে পাকিস্তানে অর্থনৈতিক করিডর তৈরি করেছে চীন। শুধু তাই নয়, পাশাপাশি বিদ্যুৎ থেকে রেল একাধিক খাতে ইসলামাবাদে বিনিয়োগ করেছে বেইজিং। এবার নতুন করে ফের ৪০০ কোটি ডলার লগ্নি করতে চলেছে চীন।

পাকিস্তানের মাটিতে তৈরি হবে পেট্রো কেমিক্যাল কমপ্লেক্স। এর মাধ্যমে বার্ষিক বর্জ্য পরিশোধনের ক্ষমতা থাকবে এক কোটি টন। পাকিস্তানের দক্ষিণ প্রদেশের বন্দর শহর করাচিতে এই কমপ্লেক্স স্থাপনের প্রস্তাব দিয়েছে চীন।

জানা গেছে, চীনের এই প্রস্তাব মেনে নিয়েছে পাকিস্তান। যদিও সরকারিভাবে এই বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে বেশ গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা করছে পাকিস্তান সরকার। এমনটাই জানিয়েছে, পাকিস্তান চেম্বার্স অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (এফপিসিসিআই)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর