১৯ আগস্ট, ২০১৭ ১৮:৩৫

নরেন্দ্র মোদি নিখোঁজ! বারাণসীতে পোস্টার

অনলাইন ডেস্ক

নরেন্দ্র মোদি নিখোঁজ! বারাণসীতে পোস্টার

ভারতের বারাণসীর বেশ কিছু জায়গায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিখোঁজ পোস্টারে ছেয়ে যায়। এমন ঘটনার পর পুলিশ পোস্টার সরিয়ে নিলেও, এই নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। প্রধানমন্ত্রীকে কালিমালিপ্ত করতে বিরোধীদের মদতে কেউ এই কাজ করছে বলে অভিযোগ বিজেপির। গত লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সময় নরেন্দ্র মোদি বারাণসীর জন্য অনেক কথা বলেছিলেন। তিন বছর পরও বারাণসীর হাল না ফেরায় হতাশায় কেউ এমন করতে পারে বলে পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা।

এলাকার জনপ্রতিনিধিকে দেখতে না পেলে নিখোঁজ পোস্টার সাঁটানো এখন নতুন চল। কয়েক দিন আগে আমেঠিতে রাহুল গান্ধীর ক্ষেত্রে হয়েছিল। মথুরার সাংসদ হেমা মালিনীর ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছিল। এবার বিড়ম্বনার শিকার নরেন্দ্র মোদি। নিজের নির্বাচনী এলাকাতেই অস্বস্তিতে পড়লেন তিনি। শুধু ছবি সাঁটিয়ে থামা নয়, বিদ্রুপে ভরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। একটি জনপ্রিয় গানের অনুকরণে পোস্টারে  লেখা হয়, 'জানি না কোন দেশে তুমি চলে গেছ।' এক্ষেত্রে মোদির ঘনঘন বিদেশযাত্রা যে নিশানা, তা বুঝতে কারও অসুবিধা হয়নি। নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে পোস্টার লেখা হয় যদি প্রধানমন্ত্রীকে না পাওয়া যায় তাহলে পুলিশে এফআইআর করতে হবে। দেশটির পুলিশ অবশ্য দ্রুত পোস্টারগুলি ছিঁড়ে ফেলেছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর