২০ আগস্ট, ২০১৭ ১২:১৭
আক্রান্ত হয়েছে ৫৮ জন

সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের মধ্যে ম্যালেরিয়া আতঙ্ক

অনলাইন ডেস্ক

সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের মধ্যে ম্যালেরিয়া আতঙ্ক

সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের মধ্যে ম্যালেরিয়া আতঙ্ক দ্রুত ছড়াচ্ছে। এরইমধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন এমন ৫৮ জনের খবর পাওয়া গেছে। এদের সবাই সৌদি আরবের বাইরে থেকে হজ পালন করতে গিয়েছেন। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।খবর সৌদি গেজেটের। 

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, মক্কা-মদিনার বিভিন্ন হাসপাতালে বিদেশী হজযাত্রীদের চেকআপ করা হচ্ছে। আক্রান্ত ৫৬ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। বাকি দুইজনকে এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে।  

সৌদি গেজেটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিবছরই হজ করতে এসে বিদেশীরা ম্যালেরিয়ায় আক্রান্ত হন। এবারও বহু হজযাত্রী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের স্বাস্থ্যসেবা দিতে সৌদি আরব প্রস্তুত রয়েছে। 

বিডি প্রতিদিন/২০ আগস্ট, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর