২০ আগস্ট, ২০১৭ ১২:৪৯

৭২ বছর পর মিলল মার্কিন যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ

অনলাইন ডেস্ক

৭২ বছর পর মিলল মার্কিন যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সাবমেরিনের হামলায় ধ্বংস হয়ে যাওয়া মার্কিনি যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ৭২ বছর পর ইউএসএস ইন্ডিয়ানোপেলিসের এই ধ্বংসাবশেষ পাওয়া গেল। এ ব্যাপারে অনুসন্ধানকারীরা জানান, ফিলিপাইন সাগরে ৫.৫ কিলোমিটার নিচে এই জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এই যুদ্ধজাহাজের অনুসন্ধানকারী দলের নেতৃত্ব দেন পল অ্যালেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমাতে পরমাণু বোমার অংশ পৌঁছানোর কাজে এই জাহাজটির গোপন অভিযান সম্পূর্ণ হওয়ার পরই একে টার্গেট করা হয়। মার্কিন নৌবাহিনীর ইতিহাসবিভাগের মতে, ১৯৪৫ সালের ৩০ জুলাই হামলার মাত্র ১৫ মিনিট পরেই জাহাজটি ডুবে যায়। এ জন্য বিপদের সময় কোনো রকম বার্তাও আদান-প্রদান করতে পারেনি জাহাজটি।

মার্কিন নৌবাহিনীর মতে, জাহাজে থাকা ১,২০০ জন নাবিক এবং সেনার মধ্যে এই হামলার পরে ৮০০ জন বেঁচে যায়। কিন্তু হাঙরে ভর্তি সমুদ্রে জীবনমরণ লড়াই করার পর মাত্র ২০০ জন প্রাণে বেঁচে ফিরে আসেন। যার মধ্যে এখনও ১৯ জন জীবিত আছেন বলে জানা গেছে।সূত্র: ওয়াশিংটন পোস্ট

বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর