২০ আগস্ট, ২০১৭ ১৩:১৪

আত্মসমর্পণ না হয় মৃত্যু: ইরাকি প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

আত্মসমর্পণ না হয় মৃত্যু: ইরাকি প্রধানমন্ত্রী

ফাইল ছবি

তাল আফার থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূল করতে স্থলপথে চূড়ান্ত অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী ও তাদের সহযোগী যোদ্ধারা। প্রসঙ্গত, ইরাকে বর্তমানে যে কয়েকটি শহরে আইএস আছে, তার মধ্যে তাল আফার অন্যতম শক্তিশালী আস্তানা।

এ ব্যাপারে শনিবার মধ্যরাতে এক টেলিভিশন ভাষণে এই শহরে আইএসের বিরুদ্ধে অভিযানের ঘোষণা করেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। তিনি বলেন, জঙ্গিদের ‘আত্মসমর্পণ না হয় মৃত্যু’ যেকোনো একটি বেছে নিতে হবে।

উল্লেখ্য, ইরাকে আইএসের সবচেয়ে বড় আস্তানা ছিল মসুল। এ শহর থেকে খিলাফতের ঘোষণা দেয় আইএস নেতা আবু বকর আল-বাগদাদি। যুক্তরাষ্ট্রের বিমান হামলার সহযোগিতায় জুলাই মাসে মসুল থেকে আইএস হটিয়ে দেয় ইরাকি বাহিনী। এরপর তারা তাল আফারের দিকে নজর দেয়। ধীরে ধীরে এগোনোর পর শনিবার চূড়ান্ত অভিযান শুরুর ঘোষণা দেয় ইরাক।

স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে গত কয়েক দিন ধরে ইরাকের বিমানবাহিনী আইএসের আস্তানা লক্ষ্য করে তাল আফারের বিভিন্ন পয়েন্টে হামলা চালিয়ে আসছে।

সূত্র : বিবিসি অনলাইন

বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর