২০ আগস্ট, ২০১৭ ২১:১৭

উত্তেজনার মধ্যেই চীন সীমান্তে যাচ্ছে মোদীর প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক

উত্তেজনার মধ্যেই চীন সীমান্তে যাচ্ছে মোদীর প্রতিনিধিদল

ফাইল ছবি

ডোকালাম সেক্টর পরিদর্শনে যাবে ভারত সরকারের উচ্চপদস্থ অফিসারদের একটি প্রতিনিধি দল। ডোকালামে চীন সেনাদের অবস্থান দেখতে নয়াদিল্লি থেকে যাবে প্রতিনিধিদলটি। সেখানে ভারতীয় সেনা ও প্যারা মিলিটারিদের সুযোগসুবিধা খতিয়ে দেখবেন তাঁরা।

সূত্রের খবর, নিরাপত্তা বিভাগ জানিয়েছে, সীমান্ত এলাকায় চীনা সেনাবাহিনীর কাজকর্ম আরও বাড়তে পারে। আগেই জানানো হয়েছিল পাওয়ার টার্মিনেশন ও টেলিকম সেক্টরে চীন থেকে যে ব্যবসা আসে তার উপর কঠিন শর্ত আরোপ করতে চলেছে। বিদেশি কোম্পানি থেকে যে প্রোডাক্টগুলি আসছে, তার উপর পরীক্ষা চালানো হবে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনও প্রভাব না পড়ে, তাই এই পদক্ষেপ নেওয়া হবে।

কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রণালয়কে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। সংবেদনশীল সেক্টরগুলিতে চীনের “উন্নতি” খতিয়ে দেখা হবে। নয়াদিল্লির আপাত লক্ষ্য জারি থাকা নিয়মগুলি আরও কঠোর করা।হার্বিন ইলেকট্রিক, ডংফ্যাং ইলেকট্রনিক্স, সাংহাই ইলেকট্রিক ও সিফাং অটোমোবাইলের উপর সরকারের নজর আছে।

বিডি প্রতিদিন/ ২০ আগস্ট, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর