২১ আগস্ট, ২০১৭ ১৪:১৭

এখন নির্বাচন হলে যতগুলো আসন পাবেন মোদি

অনলাইন ডেস্ক

এখন নির্বাচন হলে যতগুলো আসন পাবেন মোদি

আগামী ২০১৯ সালের ভারতের পরবর্তী লোকসভা নির্বাচন। তার আগেই জয়-পরাজয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গেছে। গত জানুয়ারি মাসেই একটি সমীক্ষা চালায় সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডে গ্রুপ ও সমীক্ষা সংস্থা ক্যাভি ইনসাইটস। ‘মুড অফ দ্য নেশন’ নামের ওই সমীক্ষায় দেখা যায় নোট বাতিলের পরে জানুয়ারিতেই লোকসভা নির্বাচন হলে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে ৩৬০টি আসন। তবে আগস্ট মাসে আবারও সমীক্ষা চালানোর পরে দেখা যাচ্ছে ১১টি আসন কমতে পারে এনডিএ-র। খবর এবেলার।

সদ্য প্রকাশিত ওই রিপোর্ট বলছে এখনই লোকসভা নির্বাচন হলে মোদির জোট পাবে ৩৪৯টি আসন। সেখানে সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস পাবে মাত্র ৪৭টি আসান। এনডিএ সরকারের আগমনের তিন বছর পরেও দেশে ‘মোদি-হাওয়া’ রয়েছে বলেই দাবি করা হয়েছে ওই সমীক্ষা রিপোর্টে।

ওই সমীক্ষায় প্রশ্ন ছিল এখনও পর্যন্ত দেশের সেরা প্রধানমন্ত্রী কে? যার উত্তরে ইন্দিরা গান্ধীকেও নরেন্দ্র মোদি হারিয়ে দিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়। মোদি ক্ষমতায় আসার পরে পরেই এমন সমীক্ষা ১২ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন ইন্দিরা। এখন মোদি এগিয়ে ১৬ শতাংশ ভোটে।

বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর