২১ আগস্ট, ২০১৭ ১৭:৩৪

ভারতে রেল দুর্ঘটনা: ৪ কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক

ভারতে রেল দুর্ঘটনা: ৪ কর্মকর্তা বরখাস্ত

ফাইল ছবি

দায়িত্বে অবহেলার কারণে ভারতের রেল মন্ত্রণালয়ের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং আরও শীর্ষ তিন কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এদের মধ্যে রেলওয়ে বোর্ডের সচিব পর্যায়ের একজন কর্মকতাও রয়েছেন।

উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনার কারণে এসব কর্মকর্তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়। দেশটির রেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়।

উত্তর প্রদেশের মোজাফ্ফর নগর জেলায় গত শনিবার ভয়াবহ এক রেল দুর্ঘটনায় ২৩ জন নিহত ও দেড়শ জন আহত হয়। রেলের ১৪টি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দায়িত্বে অবহেলার কারণ রেল দুর্ঘটনা ঘটার বিষয়টি খুঁজে পাওয়ায় চার প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত এবং রেলওয়ে বোর্ডের একজন সদস্য, নর্দার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজার ও ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে ছুটিতে পাঠানো হয়েছে। 
রেল দুর্ঘটনায় কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত কাজ শুরু করেছে।

এদিকে ভারত সরকার নিহতের প্রত্যেকের পরিবারকে ৭ হাজার ৭৯২ মার্কিন ডলার এবং প্রত্যেক আহতকে ১ হাজার ৫৫৮ মার্কিন ডলার ক্ষতিপূরণ হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছে।

বিডি প্রতিদিন/ ২১ আগস্ট, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর