২২ আগস্ট, ২০১৭ ০৭:১৩

বার্সেলোনা হামলার সেই গাড়িচালক পুলিশের গুলিতে নিহত

অনলাইন ডেস্ক

বার্সেলোনা হামলার সেই গাড়িচালক পুলিশের গুলিতে নিহত

ফাইল ছবি

স্পেনের বার্সেলোনায় পথচারীদের ওপর গাড়ি তুলে হামলা চালানো সেই গাড়িচালক ইউনুস আবু ইয়াকুব পুলিশের গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বার্সেলোনা থেকে দূরে একটি গ্রামে তল্লাশি চলাকালে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

স্পেনিশ পুলিশ আবুইয়াকুবকে ওই ঘটনার প্রধান সন্দেভাজন হিসেবে খুঁজছিল বলে খবরে বলা হয়। 

বার্সেলোনার লাস র‍্যামব্লাসে গত ১৭ আগস্ট পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে হামলার ঘটনায় প্রায় ১৩ জন নিহত হন। 

এরপর ওই ভ্যান চালকের খোঁজে ইউরোপজুড়ে ব্যাপক তল্লাশি শুরু করে স্পেন।

সোমবার বার্সেলোনা থেকে ৬০ কিলোমিটার পশ্চিমে সুবিরাতস নামে একটি গ্রামে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে পুলিশের গুলিতে বার্সেলোনার হামলাকারী আবুইয়াকুব নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। ২২ বছর বয়সী আবুইয়াকুব মরক্কোর নাগরিক।

জানা যায়, অভিযানের সময় আবু ইয়াকুবের শরীরে সুইসাইড ভেস্ট পরা ছিল। পুলিশও জানিয়েছে, তারা আবু ইয়াকুবের শরীর থেকে সুইসাইড ভেস্ট সরিয়েছে। তবে সেটি আসল নাকি নকল তা নিশ্চিত করেনি পুলিশ।

বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৭/এনায়েত করিম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর