২২ আগস্ট, ২০১৭ ১৬:২৯

ট্রাম্পের আফগান নীতি নাকচ তালেবানের

অনলাইন ডেস্ক

ট্রাম্পের আফগান নীতি নাকচ তালেবানের

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগানিস্তান নীতি মঙ্গলবার নাকচ করে দিয়েছে তালেবান। তারা একে অস্পষ্ট এবং এতে ‘নতুন কিছু নেই’ বলে উল্লেখ করেছে। 

এদিকে ট্রাম্প যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে আরও হাজার হাজার সৈন্য পাঠানোর অনুমোদন দিয়েছেন। খবর এএফপি’র।

আফগানিস্তানে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এএফপিকে বলেন, আফগানিস্তানের বিষয়ে ট্রাম্পের ভাষণের ব্যাপারে ‘এখন আমি আপনাদের বলতে পারি যে তার বক্তব্যে নতুন কিছু নেই এবং তা খুবই অস্পষ্ট।’

তিনি জানান, এ ব্যাপারে জঙ্গিরা আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এটি পরে প্রকাশ করা হবে।

সোমবার কমান্ডার-ইন-চীফ হিসেবে জাতির উদ্দেশে তার প্রথম আনুষ্ঠানিক ভাষণে ট্রাম্প আমেরিকার দীর্ঘদিনের যুদ্ধ দ্রুত অবসানের অঙ্গীকার থেকে সরে আসলেন।

তালেবানের সিনিয়র এক কমান্ডার এএফপিকে বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের মতো ‘দাম্ভিক আচরণ’ করছেন।

‘তিনি কেবল মার্কিন সৈন্যের ক্ষয় বাড়াচ্ছেন। আমরা জানি আমাদের দেশকে কিভাবে রক্ষা করতে হবে। কোনো কিছুতেই তার পরিবর্তন হবে না।’

আফগানিস্তানে ঠিক কি পরিমাণ সৈন্য পাঠানো হবে সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত জানাতে অস্বীকার করলেও হোয়াইট হাউস কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট ইতোমধ্যে তার প্রতিরক্ষা মন্ত্রীকে আফগানিস্তানে ৩ হাজার ৯শ সৈন্য মোতায়েনের অনুমোদন দিয়েছেন।

বিডি প্রতিদিন/২২ আগস্ট ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর