২৩ আগস্ট, ২০১৭ ০৯:২৫

শিশু-কিশোরদের 'মানব বোমা'য় তৈরি করেছে বোকো হারাম: জাতিসংঘ

অনলাইন ডেস্ক

শিশু-কিশোরদের 'মানব বোমা'য় তৈরি করেছে বোকো হারাম: জাতিসংঘ

নাশকতার জন্য শিশু-কিশোরদের ব্যবহার করছে নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম। এই তথ্য নতুন কিছু নয়। তবে মঙ্গলবার নতুন চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। 

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ৮৩ জন শিশু ও কিশোরকে 'মানব বোমা' হিসেবে ব্যবহার করেছে বোকো হারাম।

জাতিসংঘের ওই প্রতিবেদনে আরও বলা হয়, 'মানব বোমা' হিসেবে যে সকল শিশু ও কিশোর বা কিশোরীকে ব্যবহার করা হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই মেয়ে। ৮৩ জনের দলে ৫৫ জন ও ১৩ জন ছেলে আছে বলে প্রতিবেদনে দাবি করেছে জাতিসংঘ। যাদের প্রত্যেকের বয়স ১৫ বছরের নিচে। এর মধ্যে অনেকেই আছে যাদের বয় ১০ বছরের কম।

আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ায় প্রত্যেক বছরই বহু শিশু ও কিশোর বা কিশোরীকে অপহরণ করে বোকো হারাম। তারপর তাদের নিয়ে গিয়ে জঙ্গি-প্রশিক্ষণ দেওয়া হয়। 

জাতিসংঘের দেওয়া নতুন এই প্রতিবেদনে অনেকটাই চিন্তা বাড়িয়েছে স্থানীয় প্রশাসনের। কারণ, দেখা যাচ্ছে প্রতি বছর ১৫ বছরের কম নিচে কোনও শিশু বা কিশোর-কিশোরীকে অপহরণের সংখ্যা দিন দিন বাড়ছে। 

জাতিসংঘের দেওয়া ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে ২০১৭ সালে। শুধু তাই নয় ২০১৫ বা ২০১৬ সালের চেয়ে চারগুণ বেশি শিশু-কিশোরকে এই বছর 'মানব বোমা'য় ব্যবহার করা হয়েছে। সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/২৩ আগস্ট ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর