২৩ আগস্ট, ২০১৭ ১২:২৩

হজের প্রতি সম্মান জানিয়ে নতুন সৌদি ডাকটিকিট

অনলাইন ডেস্ক

হজের প্রতি সম্মান জানিয়ে নতুন সৌদি ডাকটিকিট

হজের প্রতি সম্মান জানাতে নতুন সৌদি ডাকটিকিট চালু করেছে সৌদি আরব। তাতে আরবিতে লেখা, 'হজ ইজ এ ওরশিপ অ্যান্ড এ সিভিলাইজড বিহেভিওর' (হজ একটা প্রার্থণা এবং সভ্য অনুশীলন)। ডাকটিকিটে পবিত্র কাবা ঘিরে হাজীদের দেখা যাচ্ছে।

গতকাল মঙ্গলবার সৌদির সর্বোচ্চ আদালত জানায়, চাঁদ দেখার পর ২৩ আগস্টকে জিলহজ মাসের এক তারিখ নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে আগামী ৩১ আগস্ট (বৃহস্পতিবার, জিলহজ মাসের ৯ তারিখ) হজযাত্রীরা মিনা থেকে আরাফাতে উপস্থিত হবেন। আরাফাতে অবস্থান হজের অন্যতম ফরজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে খুতবা পড়া হয় এবং যোহর ও আসরের নামাজ একত্রে পড়া হয়। সৌদি আরবে ১ সেপ্টেম্বর (শুক্রবার) ঈদুল আজহা পালন করা হবে।

 

বিডি প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর