২৪ আগস্ট, ২০১৭ ১৩:১২

চীনে ঘূর্ণিঝড় 'হাতোর' আঘাতে নিহত ১২

অনলাইন ডেস্ক

চীনে ঘূর্ণিঝড় 'হাতোর' আঘাতে নিহত ১২

ফাইল ছবি

শক্তিশালী ঘূর্ণিঝড় 'হাতোর' আঘাতে বুধবারে চীনের দক্ষিণাঞ্চলে ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরের কাছ দিয়ে ঘূর্ণিঝড়টি অগ্রসর হয়ে স্থলভাগে আঘাত হানে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। 

হাতোর বাতাসের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার ছিল বলে জানিয়েছে হংকংয়ের আবহাওয়া কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে ওই অঞ্চলে প্রবল ঝড় ও বৃষ্টি হয়েছে।
 
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হংকং ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসেবে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করে। ঘূর্ণিঝড়ের তান্ডবে হংকং ও পার্শ্ববর্তী ম্যাকাউতে জীবনযাত্রা অচল হয়ে পড়ে। এ ঝড়ের আঘাতে ম্যাকাউতে আটজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে এ অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বন্যাও দেখা দিয়েছে। চীনের মূলভূখণ্ডে আরো চারজনের মৃত্যুর খবর জানা গেছে। এছাড়া আরেক ব্যক্তির নিখোঁজ থাকার কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর