১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১০:১১

বিশ্ববাসীর ‘পর্যবেক্ষণ’কে ভয় পাই না: সু চি

অনলাইন ডেস্ক

বিশ্ববাসীর ‘পর্যবেক্ষণ’কে ভয় পাই না: সু চি

ফাইল ছবি

মিয়ানমারে নির্বিচারে রোহিঙ্গা গণহত্যায় বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগে মোটেও বিচলিত নন দেশটির স্টেট কাউন্সিলর (কার্যত প্রধানমন্ত্রী) অং সান সু চি। তিনি কঠোর সুরে বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যবেক্ষণ মিয়ানমার ভয় পায় না।’

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ব নেতারা মিয়ানমারে আসুন, পরিস্থিতি পর্যবেক্ষণ করুন, দেখুন কেন রোহিঙ্গারা পালাচ্ছে।

আজ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নাইপিদো-তে দেওয়া ভাষণে সু চি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, রোহিঙ্গারা পুলিশের উপর হামলা চালিয়েছে। তবে সরকার শান্তি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।


বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর