১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১০:৪৪

জাতিসংঘ থেকে উত্তর কোরিয়ার বহিষ্কার চায় আমেরিকা

অনলাইন ডেস্ক

জাতিসংঘ থেকে উত্তর কোরিয়ার বহিষ্কার চায় আমেরিকা

ফাইল ছবি

উত্তর কোরিয়ার উপর এবার চরম আঘাত হানতে যাচ্ছে আমেরিকা? তবে সেটা যুদ্ধের মাধ্যমে নয়। চীনসহ ২০টি দেশের কাছে আমেরিকার পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে উত্তর কোরিয়াকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার৷মার্কিন সিনেটের ইস্ট এশিয়া সাব-কমিটির চেয়ারম্যানের সাম্প্রতিক সুপারিশেই তৈরি হয়েছে এমন আশঙ্কা৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়ম ভেঙে শক্তিশালী হাইড্রোজেন বোমাসহ একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিমের দেশের৷এতে ক্ষিপ্ত আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়াসহ জাতিসংঘের একাধিক দেশ৷

উত্তর কোরিয়ার সঙ্গে যে সমস্ত দেশ বাণিজ্যিক সম্পর্ক রাখতে চায় তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে আমেরিকা৷আগেই তা স্পষ্ট করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷এবার জাতিসংঘের অন্যান্য দেশকেও পাশে পেতে একই ইস্যুতে তৎপর হল আমেরিকা৷এই মর্মে চীনসহ ২০টি দেশের কাছে প্রস্তাব পেশ করল রিপাবলিকান সিনেটর কোরি গার্ডনার৷তাঁর প্রস্তাব পাঠান হয়েছে চীন, ব্রাজিল, ব্রিটেন, বুলগেরিয়া, কম্বোডিয়া, কিউবা, মিশর, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, পাকিস্তান, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, সুইডেন ও ভিয়েতনামের কাছে পৌঁছে গেছে৷

এর আগে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷ দেশটির টেক্সটাইল রপ্তানির উপর এবং অপরিশোধিত তেল আমদানির উপরও নিষেধাজ্ঞা জারি করেছিল জাতিসংঘ৷ ভোটের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সকল সদস্যের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ গত রবিবার রাতে জাতিসংঘ এই সংক্রান্ত বিষয়টি ছকে ফেলে৷এটি তেলর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধের উপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করে৷চীন ও রাশিয়ার থেকেও এটি সম্মতি পেয়েছিল৷ জাতিসংঘের পক্ষ থেকে যে বিবৃতি জারি করা হয়েছিল, ৫৫ শতাংশ রিফাইন্ড পেট্রোলিয়াম থেকে ছেঁটে উত্তর কোরিয়ায় ৩০ শতাংশ তেল রপ্তানি করা হবে৷


বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর