১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:১৮

'পৃথিবীকে রক্ষাকারী' সেই সোভিয়েত কর্মকর্তা আর নেই

অনলাইন ডেস্ক

'পৃথিবীকে রক্ষাকারী' সেই সোভিয়েত কর্মকর্তা আর নেই

স্নায়ু যুদ্ধ চলার সময় সোভিয়েত ইউনিয়নের সামরিক কর্মকর্তার দায়িত্বে ছিলেন স্ট্যানিস্লাভ পেত্রোভ। তার এক সিদ্ধান্তেই পৃথিবী রক্ষা পায় পারমাণবিক যুদ্ধের হাত থেকে। যে যুদ্ধ শুরু হলে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার শঙ্কাও ছিল।

১৯৮৩ সালের কোনো এক সময়ে রাশিয়ার পারমাণবিক সতর্কীকরণ কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন পেত্রোব। সেসময় কম্পিউটারগুলো বার্তা দেয় আমেরিকা থেকে হামলা চালাতে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে। তবে সেটি যে ভুল বার্তা ছিল তা বুঝতে পেরেছিলেন।

তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের পেত্রোভ জানাননি। জানালে রাশিয়া ভুল সন্দেহের বশবর্তী হয়ে আমেরিকার ওপর হামলা শুরু করে দিত। আমেরিকা যে সঙ্গে সঙ্গে সেটির জবাব দিত তা আর বলার অপেক্ষা রাখে না।

পেত্রোবের দূরদর্শী সিদ্ধান্তের বিষয়টি এক বছর ধরে সবার কাছে অজানা থেকে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর সবাই পেত্রোবকে সম্মানিত করেন 'পৃথিবী রক্ষাকারী' আখ্যা দিয়ে। চলতি বছরের মে মাসে রাশিয়ার মস্কোতে পেত্রোভের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭। মে মাসে পৃথিবী ছেড়ে চলে গেলেও সম্প্রতি সে খবর জনসমক্ষে প্রকাশিত হয়। সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর