২০ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:১৫

মেক্সিকোর ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫০

অনলাইন ডেস্ক

মেক্সিকোর ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫০

সংগৃহীত ছবি

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫০-এ দাঁড়িয়েছে। মঙ্গলবার রাজধানীর নিকটবর্তী শহর পুয়েবলা স্টেটে এ ভূমিকম্পের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

রাজধানীসহ অন্যান্য জায়গায় ভবন ধসে ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়েছে। ভূমিকম্পের আঘাতের সাথে সাথে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঝাঁকুনির সাথে সাথে হাজার হাজার মানুষ খোলা স্থানে বেরিয়ে আসে।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা জানান, ভূমিকম্পে একটি স্কুল ধসে পড়ায় ২১ শিশু নিহত হয়। আরও ২৮ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সম্প্রতি মেক্সিকোতে ৮.১ মাত্রার ভূমিকম্পে প্রায় ১০০ মানুষের মৃত্যু হয়। ওই ঘটনার দুই সপ্তাহ না যেতেই ফের ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মেক্সিকো। 

বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর